p-1.jpg
eden1
eden2
slider 01
slider 4
previous arrow
next arrow

প্রাণীবিদ্যা বিভাগ সম্পর্কে

বর্তমান বিশ্বায়নের যুগে বিজ্ঞানকে বাদ দিয়ে কোন কিছুই কল্পনা করা যায় না।বিজ্ঞানের অগ্রগতির কারণেই পৃথিবীতে মানুষ অজানাকে জানার মাধ্যমে বিভিন্ন কঠিন কাজকে সহজ করে মানব কল্যাণে ব্যবহার করছে।
প্রাণিবিদ্যা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বিভিন্ন প্রাণী সম্বন্ধে গবেষণা করে তাদেরকে বাস্তব জীবনে কাজে লাগানো হচ্ছে। প্রাণিবিদ্যা বিভাগ বৈচিত্র্যময় জীবের গবেষণা করে তাদেরকে মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে তাত্তীক জ্ঞানের পাশাপাশি ফলিত দিকগুলিতে সফলতা অর্জনে সহায়তা করছে।অর্থনৈতিক প্রাণিবিজ্ঞান,জেনেটিক্স,মলিকুলার বায়োলজি,জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি; প্যারাসাইটোলজি,ফিজিওলজি,ইকোলজি, মাক্রোবায়োলজি,জীন থেরাপি,উঘঅ ফিঙ্গার প্রিন্টিং ইত্যাদি বিষয়ে ছাত্রীরা জ্ঞান অর্জন করছে।
ইডেন মহিলা কলেজ ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত,যা প্রকৃত পক্ষে মেয়েদের স্কুল হিসেবে জন্মলাভ করে।পরবর্তীতে ১৮৭৮ সালে গর্ভনর স্যার এ্যামেলে ইডেনের নামেই নামকরণ হয়।১৩০ জন শিক্ষার্থী নিয়ে ১৯২৬ সালে কলেজটি তার যাত্রা শুরু করে।১৮ একর জায়গার উপর এই কলেজটি এখনও স্বগৌরবে অবস্থান করছে।

বিজ্ঞপ্তিসমূহ

শিরোনাম তারিখ ডাউনলোড
Test ২৪/০৩/২০২২ No file uploaded.

জাতীয় শুদ্ধাচার কৌশল

Service Icon

নিউজ এবং ইভেন্টস