রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পর্কে

১৯৭২ সালে টংগী সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্ম ১৯৭৫ সালে। ১লা জুলাই ১৯৯৭ স্নাতক (সম্মান), মাস্টার্স ১ম ও শেষ পর্ব কোর্স চালু হয়। প্রতিষ্ঠাকারীন বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক জনাব মোঃ সামানউদ্দীন। বর্তমানে এই বিভাগে কর্মরত শিক্ষকের সংখ্যা ৭ জন। বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ মোফাজ্জল হোসেন, সহযোগী অধ্যাপক জনাব ইয়াসমিন ফেরদৌসী ও ইসরাত বানু। সহকারী অধ্যাপক হিসাবে বর্তমানে কর্মরত জনাব নাছিমা সুলতানা ও জনাব লতিফুন নাহার এবং প্রভাষক হিসাবে কর্মরত জনাব নূর এ জান্নাত ও জনাব রাইয়ান বিন্তে রাজ্জাক।