Ferdousi Begum

টংগী সরকারি কলেজের একটি অন্যতম বিভাগ সমাজকর্ম। ১৯৭৫ খ্রিস্টাব্দে এই বিভাগ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালেল ১ জুলাই অনার্সকোর্স চালু হয়। মাস্টার্স ১ম পর্ব চালু হয় ১৯৯৬ সালে এবং মাস্টার্স শেষ পর্ব চালু হয় ১৯৯৯ সালে। প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলেন জনাব মোঃ শহীদুল্লাহ ভুঁইয়া। বর্তমানে এই বিভাগে কর্মরত শিক্ষাক সংখ্যা ৫ জন। বিভাগীয় প্রধানের দায়িত্বে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত জনাব ফেরদৌসি বেগম। সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন জনাব নূর মোহাম্মদ মাতুব্বর, জনাব জেসমিন হেলাল ও প্রভাষক হিসেবে কর্মরত আছেন জনাব ইমাম উদ্দিন।