Muhammad Nazmul Haque

বিশ্বায়নের এ যুগে নতুন অর্থনৈতিক বিশ্বব্যবস্থায় ব্যবসায় শিক্ষা তথা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যবস্থাপনার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের ন্যায়ই পুরাতন। ব্যবস্থাপনা একটি সর্বজনীন প্রক্রিয়া। টংগী সরকারি কলেজেও এ প্রক্রিয়ার ব্যতিক্রম নয়। ১৯৭২ সালে কলেজ চালুর সময় হতেই বাণিজ্য শিক্ষার প্রসারে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ব্যবস্থাপনা শিক্ষার পরিক্রম চালু হয়। ১৯৯৬-১৯৯৭ শিক্ষাবর্ষ হতে কলেজে স্নাতক পর্যায়ে ব্যবস্থাপনা কোর্স এবং ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্স চালু হয়। বর্তমানে এ বিভাগে প্রায় একহাজার শিক্ষার্থী অধ্যয়নরত। ছাত্র-ছাত্রীদেরকে যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ বিভাগের শিক্ষকগণ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিভাগে কর্মরত শিক্ষকের সংখ্যা ৫ জন।