রসায়ন বিভাগ সম্পর্কে
এশিয়া মহাদেশের বিভিন্ন নামকরা বৃহৎ নারীবিদ্যাপীঠের মধ্যে অন্যতম ইডেন মহিলা কলেজ। বেগম রোকেয়ার হাত ধরে নারী শিক্ষার যে জাগরণ বাংলাদেশে বর্তমান আছে, প্রায় ২৪,০০০ ছাত্রী নিয়ে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই কলেজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে গর্ব ভরে। বিশেষ করে বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য ১৯৫০ সালে যাত্রা আরম্ভ করে বিজ্ঞান অনুষদ। এই অনুষদের সূচনালগ্ন থেকে রসায়ন বিভাগ ছাত্রীদের রসায়ন জ্ঞান দান করে যাচ্ছে।
ঐতিহ্যবাহী রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন স্বনামধন্য শিক্ষাবিদ ড. মালেকা-আল-রাজী। ১৯৭৬ সালে তার অবসর গ্রহণের পর বিভাগের কান্ডারী হন প্রখ্যাত শিক্ষাব্রতী প্রফেসর রাজিয়া বেগম। পরবর্তীতে কালের পরিক্রমায় বিভিন্ন নামকরা শিক্ষকরা এই বিভাগে এসেছেন এবং শিক্ষার্থীদের মধ্যে রসায়ন বিজ্ঞানের আলো ছড়িয়ে তাদের সমৃদ্ধ করেছেন।