p-1.jpg
eden1
eden2
slider 01
slider 4
previous arrow
next arrow

হিসাববিজ্ঞান বিভাগ সম্পর্কে

বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজ। সবুজ শ্যামলীমায় ঘেরা এ বিদ্যাপীঠের ব্যবসায় শিক্ষা শাখার একটি অন্যতম বিভাগ হচ্ছে হিসাববিজ্ঞান যা আপন মহিমায় ভাস্বর। বাণিজ্যিক বিশ্ব এবং বিশ্বায়নের ধারণা ব্যবসায় শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে বাড়িয়েছে বহুগুণ। এর ধারাবাহিকতায় এ কলেজে ১৯৮১ সালে একাদশ বাণিজ্য শ্রেণিতে, ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে সম্মান কোর্সে হিসাববিজ্ঞান বিষয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়। চাহিদার আলোকে ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে শুরু হয় মাস্টার্স (প্রিলিমিনারি) কোর্সের পাঠদান। প্রথম পর্যায়ে সম্মান কোর্সে ছাত্রী সংখ্যা ছিল মাত্র ৬০ জন। কলেজ প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টা এবং ব্যাপক চাহিদার কারণে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে এ আসনসংখ্যা ৩০০ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৩০-এ। এ বিপুল সংখ্যক ছাত্রীর পাঠদানে বর্তমানে নিয়োজিত আছেন 07 জন শিক্ষক, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। একজন সেমিনার সহকারী এবং একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ০২ জন অফিস সহায়ক কর্মরত আছেন। এ বিভাগের কার্যক্রম অত্যন্ত আন্তরিকতা, দক্ষতা এবং সৌহার্দ¨পূর্ণ পরিবেশে শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের পরামর্শ এবং নির্দেশনা অনুযায়ী সুসম্পন্ন করা হয়। রুটিন অনুযায়ী মাল্টিমিডিয়া ও ইন্টারএকটিভ হোয়াইট বোর্ডে পাঠদান, নিয়মিত ইনকোর্স , টিউটোরিয়াল ও নির্বাচনী পরীক্ষা গ্রহণ এবং নির্দিষ্ট বিষয় নির্ধারণপূর্বক টার্ম পেপার প্রস্তুতকরণ ও এর উপস্থাপনা এ বিভাগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যার বহি:প্রকাশ ঘটেছে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে।

বিজ্ঞপ্তিসমূহ

শিরোনাম তারিখ ডাউনলোড
ap ১৭/০৫/২০২৩ No file uploaded.
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. ২৩/০৩/২০২২ No file uploaded.

জাতীয় শুদ্ধাচার কৌশল

Service Icon

নিউজ এবং ইভেন্টস