রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পর্কে
শতাব্দীর বেশি সময়ের সগৌরবের ইতিহাস ধারণ করে থাকা বাংলাদেশের নারী উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র ও প্রগতিবাদী চিন্তা চেতনায় মানসভূমি ইডেন মহিলা কলেজ আজ স্বমহিমায় উজ্জ্বল । ১৯২৬ সাল থেকে এই কলেজের যাত্রা শুরু হলেও ১৯৪৮ সাল থেকে ডিগ্রী কোর্স এবং ১৯৬২ সাল থেকে স্নাতক পর্যায়ের শ্রেণি কাযক্রম শুরু হয় । বর্তমান কলেজে মোট ছাত্রী সংখ্যা ৩৫,০০০(পঁঁয়ত্রিশ) হাজার । নারী শিক্ষা প্রসারে কলেজটির ভূুুমিকা ব্যাপক । জ্ঞান বিতরনের অন্যতম বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজের ২৩ টি বিভাগের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অন্যতম। কলেজের মনোরম ছায়া সুনিবিড় বিরাট ক্যাম্পাসের পূর্ব দিকে ৩ নং ভবনের নীচ তলায় বিভাগটির অবস্থান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৯৯৬-১৯৯৭ শিক্ষাবর্ষে অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে এ বিভাগে অনার্স, এম.এস.এস, প্রিলিমিনারী, বি.এ, বি.এস.এস(পাস) চালু রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে (৩,৫০০) তিন হাজার পাঁচশত উর্ধ্বে ছাত্রী অধ্যয়ন করছে। এই বিভাগে আমি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি ২০২০ সালের জানুয়ারি থেকে। বর্তমানে এ বিভাগের ১৩ জন শিক্ষকসহ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে।