উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সম্পর্কে

উদ্ভিদবিজ্ঞান বিভাগ

টংগী শিল্প এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত টংগী সরকারি কলেজ । এই শতাব্দীর নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে সীমাহীন উদ্দীপনায়। এই কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ যাত্রা শুরু করে উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বিভাগের কিছু ছাত্রছাত্রী নিয়ে । পরে বিভাগটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী (পাস) কোর্স চালু হয়। এছাড়া অনার্স কোর্স চালু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ বিভাগে রয়েছেন একজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক এবং একজন প্রভাষক । কলেজ পর্যায়ে একজন ছাত্রের অনেক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে। এ সময়ে যথাযথ ছাত্রসুলভ অভ্যাস, সামাজিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সেই সঙ্গে পেশাগত আচরণ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। এ লক্ষ্যে আমরা বর্তমান বিশ্বের প্রযুক্তিগত উন্নয়নকে ব্যবহার করে শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়নে বিশ্বাসী । সরলভাবে বললে, উদ্ভিদবিজ্ঞান, বৃক্ষ, তৃণ, শৈবাল জানা ও অজানা উদ্ভিদরাজি সম্পর্কিত জ্ঞানের তাত্ত্বিক বা টেকনিক্যাল নাম। সামগ্রিকভাবে এটি জীবনের সূচনা, বিকাশ ও পরিণতি সম্পর্কে ধারণা দেয়। বিশ্বের কোন কোন দেশে এ বিষয়টি ‘প্রকৃতিবিজ্ঞান’ হিসাবে পড়ানো হয়। সামনে দিনগুলোত সর্বাধুনিক শ্রেণিকক্ষ যার মাধ্যমে বিষয়টির তাত্ত্বিক অংশগুলো সহজবোধ্য করে উপস্থাপন করা যায়, সুসজ্জিত ল্যাবরেটরি এবং বোটানিক্যাল গার্ডেনসহ বিভাগটির সার্বিক সম্প্রসারণের বিষয়ে আমরা আশাবাদী ।