ইতিহাস বিভাগ সম্পর্কে
History is a scientific study and a record of our complete past তাই বলা যায় পৃথিবীতে মানুষের আগমন ও বিবর্তন , সভ্যতার ক্রমবিকাশ এবং সমাজ ও রাষ্ট্রের আদ্যোপান্তের চিত্তাকর্ষক সমীক্ষা হচ্ছে ইতিহাস।
নারী শিক্ষা প্রসারের বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজ ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ সালে এই প্রতিষ্ঠানে স্নাতক শ্রেণি কার্যক্রমের সূচনা লগ্ন থেকে দুইজন শিক্ষক ও দুইজন ছাত্রী নিয়ে ইতিহাস বিভাগের পদচারণা শুরু হয় । বর্তমানে এই বিভাগে প্রায় ১২০০ শিক্ষার্থী অনার্স ও মাস্টার্স শ্রেণীতে অধ্যয়নরত এবং ১৪ জন বিসিএস শিক্ষা ক্যাডারের অত্যন্ত মেধাবী , দায়িত্বশীল শিক্ষক রয়েছেন যারা তাদের জ্ঞান ও কর্তব্যবোধ নিয়ে শিক্ষার্থীদের জন্য নিবেদিত। এছাড়াও বিভাগে কর্মরত আছেন একজন সেমিনার সহকারী এবং তিনজন অফিস সহায়ক।
ইতিহাস বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ছিলেন প্রফেসর রোকেয়া রহমান কবীর (সময়কাল : ১৯৬২-১৯৬৭), তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজসেবিকা এবং নারী মুক্তি আন্দোলনের জোরালো সমর্থক। পরবর্তী পর্যায়ে আরও অনেক সুযোগ্য বিভাগীয় প্রধান তাদের অক্লান্ত পরিশ্রম ও অপরিসীম আন্তরিকতা দিয়ে এই বিভাগকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর জুলেখা হক, প্রফেসর মাহ্জুজা খানম, এছাড়াও এই বিভাগকে সমৃদ্ধ করেছিলেন, অধ্যাপক দীলারা হাফিজ (অধ্যক্ষ, ইডেন মহিলা কলেজ এবং ডিজি মাউশি), অধ্যাপক নাসরিন সুলতানা (উপাধ্যক্ষ, সরকারী তিতুমীর কলেজ), অধ্যপক তাসলিমা বেগম (চেয়ারম্যান,ঢাকা শিক্ষা বোর্ড), প্রফেসর ডালিয়া আহমেদ, যিনি এই কলেজে উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন এবং প্রফেসর ড. শামসুন নাহার যিনি একাধারে এই কলেজে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (সময়কাল : ২০১৭-২০১৯) হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও অধ্যাপক হোসনে আরা শেফালী (অধ্যক্ষ, বেগম বদরুন্নেছা কলেজ) দায়িত্ব পালন করেন । বর্তমানে আমি প্রফেসর মাহফিল আরা বেগম ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি।
১৫০ বছরের সুপ্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থাপনায় একটি অপরিহার্য ও জনপ্রিয় নাম। ঢাকা বিশ^বিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ইতিহাস ও বর্তমান বিশ্ব সম্পর্কেও দক্ষতা অর্জন করে পূর্বে জাতীয় বিশ^বিদ্যালয় ও বর্তমানে ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধা তালিকায় শিক্ষার্থীরা নিজেদের আসন নিশ্চিত করে আসছে ধারাবাহিকভাবে। এ বছর ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ সম্মান পরীক্ষায় সাত কলেজের মধ্যে সিজিপিএ – ৩.১১ পেয়ে সম্মিলিতভাবে প্রথম হয়েছে সঙ্গিতা রাণী পাল এবং নাজনীন সুলতানা এবং ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় সাত কলেজের মধ্যে সিজিপিএ – ৩.৩৪ পেয়ে সম্মিলিতভাবে প্রথম হয়েছে আফসানা আক্তার ও সিমাউল জান্নাত।
ইতিহাস বিভাগ সুবিশাল ইডেন মহিলা কলেজের ২নং ভবনের দোতলায় মনোরম পরিবেশে অবস্থিত। সকল শিক্ষক ডিজিটাল কন্টেন্ট তৈরি, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্মার্ট বোর্ড ব্যবহারের মাধ্যমে পাঠদানে প্রশিক্ষণপ্রাপ্ত যা শিক্ষার্থীদের কাছে খুবই চিত্তাকর্ষক এবং শিক্ষাকে করেছে আরও প্রগতিশীল। শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম এর সহায়তার জন্য দেশ বিদেশের রেফারেন্স বই সমৃদ্ধ একটি সেমিনার রয়েছে। এটি ছাত্রীদের নিজ জ্ঞান অন্বেষণের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।
পাঠ্যক্রমভূক্ত জ্ঞানর্জনের পাশাপাশি এই বিভাগের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলছে। জাতীয় পর্যায়ে ক্যারাতে (২০২১-২০২২) সেশনের ১ম বর্ষের ছাত্রী ঐশ^র্য এবং শুটিং এ (২০১৯-২০২০) সেশনের ছাত্রী শুটার আলমিনা আঁখি সাফল্য অর্জন করেছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , প্রবন্ধ , রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতায় তাদের সফলতা প্রশংসার দাবি রাখে।
ইতিহাস বিভাগের ছাত্রীরা প্রতিবছরই বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হচ্ছে। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকায় কর্মরত আছেন প্রফেসর শামীমা আখতার (বিশেষজ্ঞ পরীক্ষা ও মূল্যায়ন,বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট), শিক্ষা ক্যাডারে যোগদান করে নিজ কলেজে (ইডেন কলেজ) পাঠদান করছেন সহকারী অধ্যাপক জনাব ফাতেমা আক্তার। নায়েমে আছেন সহকারী পরিচালক হিসেবে সায়মা রহমান রুনী, সরকারি বাঙলা কলেজে জনাব হেনা রহমান, বদরুন্নেছা কলেজে জনাব শেখ রেহেনা, সরকারি তিতুমীর কলেজে জিনাত আফরিন সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।
এরিস্টটল বলেছেন, ‘শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি।’ জন্মলগ্ন থেকেই ইডেন কলেজ মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত, আত্মনির্ভরশীল ও যুগোপযোগী দক্ষ নারী সমাজ গড়ে তোলার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে। সাফল্যের ধারাবাহিকতাকে উত্তোরোত্তর বৃদ্ধির লক্ষ্যে ইতিহাস বিভাগের সকল নিবেদিত প্রাণ শিক্ষকের আন্তরিকতা , মেধা ও সহযোগিতায় ছাত্রীরা ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে একজন আলোকিত সফল মানুষ হতে পারে সেই প্রত্যাশা রইল। ইডেন মহিলা কলেজের সার্ধশতবর্ষে ইতিহাস বিভাগের গৌরবদীপ্ত পথচলা এবং ছাত্রীরা স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে উজ্জল ভূমিকা রাখবে, এ বিষয়ে আমরা দৃঢ় প্রত্যয়ী ও আশাবাদী।
ইতিহাস বিভাগ
মাহ্ফিল আরা বেগম
অধ্যাপক ও বিভাগীয় প্রধান