আইসিটি বিভাগ সম্পর্কে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

বাংলাদেশের স্বাধীনতার পরপরই কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারের আইসিটি খাতে অবদান রাখার জন্য আইসিটি বিভাগ প্রতিষ্ঠা করা হয়। বিভাগের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সহজে আইসিটি শিক্ষা প্রদান করা এবং কলেজে আইসিটি সম্পর্কিত সেবা প্রদান করা। বিভাগে একজন আইসিটি দক্ষ শিক্ষক রয়েছেন। তার অধীনে ২ জন অতিথি শিক্ষক রয়েছেন।

ঐতিহ্যগতভাবে টঙ্গী সরকারি কলেজ দেশের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। আইসিটি বিভাগ এই কলেজের ১৪ টি বিভাগের  মধ্যে একটি। বিভাগটি প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় অবস্থিত।

কার্যকলাপ:

১. উচ্চ মাধ্যমিক পর্যায়ে আইসিটি বিষয়টি সহজপাঠ্য করা।

২. উচ্চ মাধ্যমিক পর্যায়ে আইসিটির ব্যবহারিক জ্ঞান প্রদান এবং হাতে কলমে শিখানো।

৩. স্নাতকোত্তর পর্যায়ে আইসিটি কোর্সের তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস নেয়া।

৪. প্রোগ্রামিং ও ওয়েব ল্যাঙ্গুয়েজ এ হাতেখড়ি শিখানো।

৫. আইসিটি ল্যাবের সার্বিক তত্ত্বাবধান করা।

৬. কলেজের অভ্যন্তরীণ নেটওয়ার্ক স্থাপনে সার্বিক সহযোগিতা প্রদান ও তত্ত্বাবধান করা।

৭. কলেজের বিভিন্ন বিভাগে আইসিটি সংশ্লিষ্ট সেবা প্রদান করা।

৮. হার্ডওয়্যার ও সফটওয়্যার সেবা প্রদান করা।

৯. কলেজের ওয়েবসাইট ডিজাইন ও মেইনটেইন কাজে তত্বাবধান করা।

১০. কলেজের সকল ক্ষেত্রে আইসিটি সেবা নিশ্চিত করা।

যোগাযোগ:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

প্রশাসনিক ভবনের ৩য় তলা, টংগী সরকারি কলেজ, গাজীপুর

ফোন: 02-224411733

ই-মেইল: ict.tgc72@gmail.com