গণিত বিভাগ সম্পর্কে
উপমহাদেশের ঐতিহ্যবাহী সুপ্রাচীন ও গৌরবদীপ্ত নারী শিক্ষার অগ্রদূত ইডেন মহিলা কলেজ। নারী শিক্ষার অগ্রাধিকারের মহান ব্রত নিয়ে ইডেন মহিলা কলেজে ১৯৬২ সনে বিজ্ঞানের অধিকাংশ বিষয়ে স্নাতক কোর্স চালু হয়। তারই ধারাবাহিকতায় অত্র কলেজে ১৯৮৫-৮৬ সেশন থেকে গণিত বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু করা হয়। মাত্র ১২ জন ছাত্রী নিয়ে যে বিভাগের পদযাত্রা শুরু করেছিল সেখানে এখন স্নাতক সম্মান ও মাস্টার্স শেষ পর্ব মিলে প্রায় ১০০০ জন ছাত্রী অধ্যয়নরত।
গণিত বিভাগে বর্তমানে কর্মরত আছেন ১১ জন শিক্ষক । শিক্ষকরা স্ব-স্ব মহিমায় মহিমান্বিত এবং আপন ভুবনে প্রতিষ্ঠিত। তাঁদের অভিজ্ঞতা, সত্যনিষ্ঠা, উৎসাহ ও প্রেরণায় অত্র বিভাগের ছাত্রীদের জ্ঞানের ভান্ডারকে করে তুলেছে উদ্ভাসিত ও বিকশিত । বিভাগের ছাত্রীদের ফলাফলেই বাস্তবরূপ প্রতিফলিত হচ্ছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হওয়ার পর ফলাফল ধারাবাহিকভাবে সাত কলেজের মধ্যে শীর্ষেই রয়েছে।
সম্প্রতি এই বিভাগে গণিত ল্যাব-২ ও সততা কর্ণার উদ্বোধন হয়েছে। এই বিভাগে ৩৪টি কম্পিউটার নিয়ে দুটি ল্যাব রয়েছে যা ছাত্রীদের জন্য নিয়মিত খোলা থাকে। তাছাড়া ম্যাথ ল্যাব কোর্সটি সকল বর্ষের ছাত্রীদের বাধ্যতামূলক থাকায় ছাত্রীরা নিয়মিত কম্পিউটার ল্যাব ব্যবহার করে। গণিত বিভাগের তিনটি শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষকবৃন্দ পাঠদান করে থাকেন। আর এ ল্যাবের সার্বিক দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের পাশাপাশি রয়েছেন একজন সুদক্ষ ল্যাব সহকারী। অত্র বিভাগে WI-FI সার্বক্ষণিক চালু আছে। গণিত বিভাগের কাজে সহায়তার জন্য রয়েছেন ২ জন অফিস সহায়ক।
ছাত্রীদের যুগোপযোগী ও ধারাবাহিক ফলাফলের লক্ষ্যে অত্র বিভাগে রয়েছে দেশী-বিদেশী বহু লেখকদের বিভিন্ন দুর্লভ বইসহ প্রায় ৪২০০ বই সমৃদ্ধ সেমিনার। সেমিনার পরিচালনায় অত্র বিভাগের অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি একজন সেমিনার সহকারী কর্মরত আছেন।
কলেজ প্রশাসন ও অত্র বিভাগের সুচিন্তিত মতামত, সঠিক দিক নির্দেশনা, সহযোগিতা ও আন্তরিকতায় সিক্ত হয়ে বিভাগীয় শিক্ষকগণ তাঁদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে ছাত্রীদের কাঙ্খিত শিক্ষাদানের মাধ্যমে টেকসই উন্নয়নের উপযোগী করে তোলেন। যার ফলে প্রতি বছরই গণিত বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রী বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। এ বিভাগ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ছাত্রীরা বিসিএস ক্যাডারের বিভিন্ন পদে, সরকারি-বেসরকারি ব্যাংক, বীমার উচ্চপদে ও দেশে-বিদেশে বিভিন্নপদে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। গণিত বিভাগ থেকে পাস করে বি.সি.এস. পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে এই বিভাগেই শিক্ষকতা করছেন তিনজন শিক্ষক।
একাডেমিক কার্যক্রম ছাড়াও বিভাগের ছাত্রীরা নাচ, গান, বিতর্ক, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বার্ষিক মিলাদ, বিজয় মেলা, বৈশাখী মেলা, বি.এন.সি.সি. রোভার স্কাউট ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহন করে সাফল্যলাভ করছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়ও তাদের রয়েছে অগ্রণী ভূমিকা। গণিত বিভাগের ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিদেশী বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে এম.ফিল ও পি.এইচডি. ডিগ্রী লাভ করছে। শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য্য, উপাধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী বেগম এর সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও মতামত গণিত বিভাগকে আরও সমৃদ্ধ ও উন্নত করবে বলে আশা করছি ।