আমি অত্যন্ত আনন্দিত যে, ইডেন মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সেবা সহজতর করা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কলেজের ওয়েবসিটটির আরও উন্নত সংস্করণ চালু হতে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ বিশ্বব্যাপী শিক্ষাসহ সমস্ত ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিস্তার ও যথাযথ ব্যবহার একটি জাতিকে উন্নততর করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এই ওয়েবসাইটটি থেকে বর্তমানে সারা বিশ্বের মানুষ দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ সম্পর্কেজানতে পারছে। এটা নিশ্চিত যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কলেজে শিক্ষার মানোন্নয়ন ঘটছে এবং এই নতুন সংস্করণটি তথ্য ও প্রযুক্তির অগ্রগতিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করি, এই কলেজের ওয়েবসাইটটি একাডেমিক সমৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীদেরকে অত্যাবশ্যক সব তথ্য সরবরাহ করবে।
ইডেন মহিলা কলেজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ ক্যাম্পাসে রূপান্তর করার জন্য অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।