প্রফেসর ফারজানা পারভীন
উপাধ্যক্ষ, টংগী সরকারি কলেজ, গাজীপুর

বাণী

শিক্ষার্থীদের সার্বিক বিকাশের মহান ব্রত নিয়ে রাজধানী ঢাকার অদূরে ১৯৭২ সালে যাত্রা শুরু করে ঐতিহ্যবাহী টংগী সরকারি কলেজ। নিয়মিত ক্লাস, যাতায়াত সুবিধা, ছাত্রীদের আবাসন ব্যবস্থা ও ভালো ফলাফলের কারণে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্মার্ট বাংলাদেশ ও সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে তোলার প্রয়াস হিসেবে কলেজ প্রশাসন ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন; পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবোধ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি উৎসাহিতকরণেও এই কলেজ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে।  জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সচেতন সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ভ‚মিকা অবিচ্ছেদ্য। সকলের সমন্বিত প্রচেষ্টায় এই কলেজ গাজীপুর তথা বাংলাদেশের একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠবে; শিক্ষার্থীগণ এ প্রতিষ্ঠানের জন্য সম্মান ও সুনাম বয়ে আনবে; প্রাণপ্রিয় শিক্ষার্থীদের নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের স্বপ্নের পথ ধরে এই প্রত্যাশা রইল।