প্রাণীবিদ্যা বিভাগ সম্পর্কে
প্রাণীবিদ্যা বিভাগ
ঢাকা শহরের নিকটবর্তী এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত টংগী সরকারি কলেজ গাজীপুর জেলার একটি অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান । এই কলেজে বর্তমানে বারটি বিভাগে সম্মান কোর্সে ছাত্র/ছাত্রীরা অধ্যয়ন করছে । বিজ্ঞান বিষয়ে শিক্ষাদানে প্রাণিবিদ্যা বিভাগ অন্যতম । প্রকৃতি ও বৈচিত্রময় প্রাণিকূল সম্পর্কে শিক্ষার্থীদেরকে ধারণা দেয়া তথা শিক্ষাদানের উদ্দেশ্যে কলেজ প্রতিষ্ঠার শুরুতেই এই বিভাগের জন্ম। শুরুতে উচ্চমাধ্যমিক পর্যায়ে এই বিভাগের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ২০১২ সাল থেকে স্নাতক (পাস) কোর্স চালু করা হয়। এই বিভাগে রয়েছে ছোট একটি প্রাণী মিউজিয়াম। ছাত্র-ছাত্রীদের শ্রেণি কাজের অংশ হিসেবে বিভিন্ন নমুনা, প্রাণী পর্যবেক্ষণসহ বিচিত্র প্রাণিকূলের সাথে পরিচিত করার ক্ষেত্রে মিউজিয়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিভাগে অধ্যাপক নাজনীন হাসান, সহকারী অধ্যাপক জনাব মোসাম্মৎ তাছলিমা আক্তার এবং প্রভাষক জনাব ইবনে জাইদ চৌধুরী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ বিভাগের অগ্রযাত্রা আরো বেগবান হবে যা থেকে উপকৃত হবে দেশ ও জনগণ ।