গণিত বিভাগ সম্পর্কে
গণিত বিভাগ
টংগী সরকারি কলেজ টংগী তথা গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা অনুরাগী ও কিছু বিশিষ্ট ব্যক্তিদের প্রচেষ্টায় ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৮ সালে জাতীয়করণ করা হয়। ১৯৯৬ সালে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ঐকান্তিক চেষ্টায় কলেজে ৮টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু হলেও বিজ্ঞানের কোন বিষয় চালু হয়নি। পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং সিনিয়র সহকর্মীদের সহায়তায় ২০১৩-২০১৪ সেশন থেকে গণিতসহ আরও ৪টি বিষয়ের শিক্ষার্থী ভর্হি হয়। আরও আশার কথা হলো ২০১৭-২০১৮ সেশন থেকে গণিত বিষয়ে মাস্টার্স প্রথম পর্ব এবং মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু করার কাজটি প্রক্রিয়াধীন আছে। শিল্প নগরী টংগী অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে গণিত তথা বিজ্ঞানের আলো প্রজ¦লিত করার জন্য ও উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষ্যে গণিত বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।