গণিত বিভাগ সম্পর্কে
উপমহাদেশের ঐতিহ্যবাহী সুপ্রাচীন ও গৌরবদীপ্ত নারী শিক্ষার অগ্রদূত ইডেন মহিলা কলেজ। নারী শিক্ষার অগ্রাধিকারের মহান ব্রত নিয়ে ইডেন মহিলা কলেজে ১৯৬২ সনে বিজ্ঞানের অধিকাংশ বিষয়ে স্নাতক কোর্স চালু হয়। তারই ধারাবাহিকতায় অত্র কলেজে ১৯৮৫-৮৬ সেশন থেকে গণিত বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু করা হয়। মাত্র ১২ জন ছাত্রী নিয়ে যে বিভাগের পদযাত্রা শুরু করেছিল সেখানে এখন স্নাতক সম্মান ও মাস্টার্স শেষ পর্ব মিলে প্রায় ১০০০ জন ছাত্রী অধ্যয়নরত। গণিত বিভাগে বর্তমানে কর্মরত আছেন ১১ জন শিক্ষক । শিক্ষকরা স্ব-স্ব মহিমায় মহিমান্বিত এবং আপন ভুবনে প্রতিষ্ঠিত। তাঁদের অভিজ্ঞতা, সত্যনিষ্ঠা, উৎসাহ ও প্রেরণায় অত্র বিভাগের ছাত্রীদের জ্ঞানের ভান্ডারকে করে তুলেছে উদ্ভাসিত ও বিকশিত । বিভাগের ছাত্রীদের ফলাফলেই বাস্তবরূপ প্রতিফলিত হচ্ছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হওয়ার পর ফলাফল ধারাবাহিকভাবে সাত কলেজের মধ্যে শীর্ষেই রয়েছে।