Tongi Govt. College

Tongi Govt. College

Gazipur

EIIN : 109061

Message From Principal

Principal
Professor Md. Rafiqul Islam

স্বাধীনতার অব্যবহিত পরে এতদাঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগীদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে টংগী সরকারি কলেজ আজ কালের ধারারাবাহিকতায় উচ্চ শিক্ষা লাভের অন্যতম সেরা প্রতিষ্ঠান। কলেজ প্রতিষ্ঠাকালীন স্বপ্ন বর্তমান সরকারের শিক্ষানীতি বাস্তবায়নে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন আধুনিক বিজ্ঞানমনস্ক জাতি গড়ার জন্য প্রয়োজন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাদান পদ্ধতির আধুনিকীকরণ। দিন বদলের অঙ্গীকার নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। একটি বিজ্ঞানমনস্ক আধুনিক শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে দিনবদলের অঙ্গীকার যেমন বাস্তবায়ন সম্ভব, তেমনি সম্ভব ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ। এই স্বপ্ন বাস্তবায়নে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যকে সামনে রেখে টংগী সরকারি কলেজ রুটিন অনুযায়ী প্রতিটি ক্লাস মাল্টিমিডিয়ার মাধ্যমে গ্রহণ এবং বিজ্ঞান শিক্ষার্থীদের বছরের শুরু থেকে ব্যবহারিক ক্লাস নিশ্চিত করে শিক্ষার্থীদের একাডেমিক মানকে উন্নত করার ব্যবস্থা গ্রহণ করেছে। একজন কাউন্সিলরের নিবিড় তত্ত্বাবধানে ২৫ জন শিক্ষার্থীর শিক্ষাবিষয়ক অগ্রগতির পর্যালোচনা এবং অভিভাবকের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় দিবসসমূহের তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন, বাঙালি সংস্কৃতির প্রধান অনুষ্ঠান পহেলা বৈশাখ সাড়ম্বরে উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের চেষ্টা করা হচ্ছে। তাই আসুন আমরা সবাই নিষ্ঠার সাথে যার যার দায়িত্ব কর্তব্য পালনে সচেষ্ট হয়ে টংগী সরকারি কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই